Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপ সহকারী পরিচালকের কার্যালয়

ফায়ার সার্ভিস ও সিলিভ ডিফেন্স

রাজবাড়ী।

১.        ভিশন (Vision) ও মিশন (Mission):

 

       ভিশন (Vision):  ‘‘অগ্নিকাণ্ডসহ সকল দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন।’’    

 

      মিশন (Mission):  ‘‘দুর্যোগ দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।’’

 

২.     প্রতিশ্রুত সেবাসমুহ


২.১।নাগরিক সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের 

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন 

ও ইমেইল)

(১)

(২)

(৩)
(৪)
(৫)

(৬)

(৭)

১.

অগ্নি নির্বাপণ, উদ্ধার,
প্রাথমিক চিকিৎসা:

যেকোন মাধ্যমে  সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন ও অগ্নি নির্বাপণ/

উদ্ধার/প্রাথমিক চিকিৎসা প্রদান ও হাসপাতালে প্রেরণ

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

 সংবাদ প্রাপ্তি থেকে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত;

মোঃ জাকির হোসেন

উপ সহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ী

ফোন: ০২৪৭৮৮০৮০০৩

মোবাইল: ০১৯০১-০২০৭১৯

dadrbr@fireservicerajbari.gov.bd

২.

অ্যাম্বুলেন্স;

জনসাধারণের পক্ষ হতে যেকোন মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন এবং রোগী বহন করে হাসপাতাল অথবা গন্তব্যস্থলে প্রেরণ;

(বি: দ্র: মৃত দেহ এবং সংক্রামক রোগী বহন করা হয় না); 
রোগী স্থানান্তরের ক্ষেত্রে নির্ধারিত ফরম/ ফোন কলের মাধ্যমে রোগীর বৃত্তান্ত দিতে হবে যার ফর্ম সংশ্লিষ্ট সেবা কেন্দ্র/ ফায়ার স্টেশনে পাওয়া যাবে;

ক) দূর্ঘটনায় আহতদের পরিবহন-বিনা মূল্যে।

 

খ) রোগী পরিবহনের ক্ষেত্রে নন-এসি অ্যাম্বুলেন্স এর জন্য:

১) দেশের সকল এলাকায় ৮ কি:মি: পর্যন্ত  ৩০০/-  টাকা।

২) ৮ কি:মি: হতে ১৬ কি:মি: পর্যন্ত ৫০০/- টাকা।

৩) ১৬ কিলোমিটারের উর্ধ্বে অতিরিক্ত প্রতি কিলোমিটারের জন্য ১৫/- টাকা হারে যোগ হবে।

৪) রোগী পরিবহনকালে অবস্থান অপরিহার্য হলে প্রতি ঘণ্টা বা তার অংশের জন্য ওয়েটিং ফি ৫০/-  টাকা।

৫) প্রতিটি অক্সিজেন সিলিণ্ডার সরবরাহ ৬০০/- টাকা।

 

গ) রোগী পরিবহনের ক্ষেত্রে-(এসি গাড়ি):

১) দেশের সকল এলাকায় ৮ কি:মি: পর্যন্ত  ৫০০/-  টাকা।

২) ৮ কি:মি: হতে ১৬ কি:মি: পর্যন্ত ১,০০০/- টাকা।

৩) ১৬ কিলোমিটারের উর্ধ্বে অতিরিক্ত প্রতি কিলোমিটারের জন্য ২০/- টাকা হারে যোগ হবে।

৪) রোগী পরিবহনকালে অবস্থান অপরিহার্য হলে প্রতি ঘণ্টা বা তার অংশের জন্য ওয়েটিং ফি ৫০/-  টাকা।

৫) প্রতিটি অক্সিজেন সিলিণ্ডার সরবরাহ ৬০০/- টাকা।

সংবাদ প্রাপ্তি থেকে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত;

মোঃ জাকির হোসেন

উপ সহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ী

ফোন: ০২৪৭৮৮০৮০০৩

মোবাইল: ০১৯০১-০২০৭১৯

dadrbr@fireservicerajbari.gov.bd

৩.

ওয়্যারহাউজ/ ওয়ার্কশপ লাইসেন্স
প্রদান;
আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র,
পরিদর্শন প্রতিবেদন
সন্তেোষজনক হলে;

কাগজপত্র:

১। নির্ধারিত ফরমে আবেদন;

২। তথ্য ফরম;

৩। নকশা (ফ্লোর প্লান);

৪। জমির দলিল/ভাড়ার চুক্তিপত্র;

৫। জমির মূল্যায়ন

৬। ট্রেড লাইসেন্স

৭। মেমোরেন্ডাম অব
নির্ধারিত/ধার্র্যকৃত ফিস ট্রেজারী চালানের মাধ্যমে জমাকরণ। সর্বোচ্চ মাশুল
৫০০/- (পাঁচশত) টাকা এবং ১৫% ভ্যাট।
মূল মাশুল কোড নং-১-৭৩৬১-০০০০-২০০৯ এবং ভ্যাট কোড নং-১-১১৩৩-০০৪০-০৩১১ তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে জমা করে মূল চালান
আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

৯০ দিন

মোঃ জাকির হোসেন

উপ সহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ী

ফোন: ০২৪৭৮৮০৮০০৩

মোবাইল: ০১৯০১-০২০৭১৯

dadrbr@fireservicerajbari.gov.bd

৪.

ফায়ার রিপোর্ট
প্রদান
(এক টাকা
হতে বিশ
লক্ষ টাকা
পর্যন্ত
ক্ষতির ক্ষেত্রে)
ক্ষতিগ্রস্ত ব‌্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক
প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত
আবেদন করার পর তদন্ত কমিটির
প্রতিবেদনের ভিত্তিতে ফায়ার রিপোর্ট
প্রদান;

কাগজপত্র :

১। আবেদন 

(সাদা কাগজ);

২। জিডির কপি

৩। ক্ষতিগ্রস্ত মালামালের মূল্যসহ তালিকা

৪। ক্ষতিগ্রস্ত মালামালের স্থিরচিত্র

৫। পেপার কাটিং

৬। চালানের মূলকপি

প্রাপ্তিস্থান:

উপসহকারী পরিচালকের কার্যালয়
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ী।
বীমা বিহীন প্রতিষ্ঠান এবং বীমাকৃত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যথাক্রমে ১৫০/- (একশত
পঞ্চাশ) ও ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং ১৫% ভ্যাট। মূল টাকা কোড নং-১-৭৩৬১-০০০০-২০০৯
এবং ভ্যাট কোড নং-১-১১৩৩-০০৪০-০৩১১
তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে জমা করে মূল চালান
আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
পূর্ণাঙ্গ তদন্ত
প্রতিবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে জানানো হবে;

মোঃ জাকির হোসেন

উপ সহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ী

ফোন: ০২৪৭৮৮০৮০০৩

মোবাইল: ০১৯০১-০২০৭১৯

dadrbr@fireservicerajbari.gov.bd



২.২) প্রাতিষ্ঠানিক সেবা :

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের 

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(নাম, পদবি, ফোন ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)
(৬)
(৭)

১.

ফায়ার রিপোর্ট প্রদান (এক টাকা হতে বিশ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতির ক্ষেত্রে) ক্ষতিগ্রস্ত ব‌্যক্তি/প্রতিষ্ঠান
কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত আবেদন
করার পর তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ফায়ার রিপোর্ট প্রদান;

কাগজপত্র :

১। আবেদন (সাদা কাগজ);

২। জিডির কপি

৩। ক্ষতিগ্রস্ত মালামালের মূল্যসহ তালিকা

৪। ক্ষতিগ্রস্ত মালামালের স্থিরচিত্র

৫। পেপার কাটিং

৬। চালানের মূলকপি

প্রাপ্তিস্থান:

উপসহকারী পরিচালকের কার্যালয়
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ী।
বীমা বিহীন প্রতিষ্ঠান এবং বীমাকৃত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যথাক্রমে ১৫০/- (একশত
পঞ্চাশ) ও ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং ১৫% ভ্যাট। মূল টাকা
কোড নং-১-৭৩৬১-০০০০-২০০৯ এবং ভ্যাট কোড নং-১-১১৩৩-০০৪০-০৩১১ তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে জমা করে মূল চালান
আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
পূর্ণাঙ্গ তদন্ত
প্রতিবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে জানানো হবে;
মোঃ জাকির হোসেন
উপ সহকারী পরিচালক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ী
ফোন: ০২৪৭৮৮০৮০০৩
মোবাইল: ০১৯০১-০২০৭১৯
dadrbr@fireservicerajbari.gov.bd


২.৩)  অভ্যন্তরীণ সেবা :

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের 

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)
(৬)
(৭)

১.

অর্জিত ছুটি মঞ্জুর প্রয়োজনীয় কাগজপত্রসহ  নির্ধারিত ফরমে আবেদন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণের পর পরীক্ষা নিরীক্ষান্তে ছুটির বিধিমালা অনুযায়ী  ছুটি মঞ্জুর;
 ( সর্বোচ্চ৩০ দিন পর্যন্ত)
আবেদন ফরম, চিকিৎসা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ছুটির হিসাব, সুস্থতার সনদ
(প্রযোজ্য ক্ষেত্রে), হিসাবরক্ষণ অফিস
কর্তৃক প্রত্যয়ন;

প্রযোজ্য নয়; 

সর্বোচ্চ ৭ কর্মদিবসের
মধ্যে;
মোঃ জাকির হোসেন
উপ সহকারী পরিচালক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ী
ফোন: ০২৪৭৮৮০৮০০৩
মোবাইল: ০১৯০১-০২০৭১৯
dadrbr@fireservicerajbari.gov.bd


৩) আওতাধীন স্টেশন সমূহঃ

        ৩.১। রাজবাড়ী সদর ফায়ার স্টেশন।

        ৩.২। বালিয়াকান্দি ফায়ার স্টেশন।

        ৩.৩। গোয়ালন্দ ফায়ার স্টেশন।

        ৩.৪। কালুখালী ফায়ার স্টেশন।

        ৩.৫। পাংশা ফায়ার স্টেশন।  


৪)     আপনার কাছে আমাদের প্রত্যাশা :

ক্রঃ নং প্রতিশ্রুত/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় :
১. নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান;
২. সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা;
৩. সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা;
৪. প্রযোজ্য ক্ষেত্রে অগ্নি-নির্বাপণী ব্যবস্থা নিশ্চিত করা;
৫. আবেদনপত্রের সাথে সকল প্রকার সংযুক্তি সঠিক ভাবে প্রদান;
৬. সকল প্রকার দুর্ঘটনা/সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যদের কর্মকান্ডে সার্বিক সহযোগিতা প্রদান।